Tuesday 27 March 2018

a small village named Krishnaganj beside the river Churni somewhere in bengal, India

কৃষ্ণগঞ্জ গ্রাম টির নাম

চূর্ণী নদীর পাড়ে
চূর্ণী নদীর জল টলমল

বৃষ্টি যখন নামে
বৃষ্টি এল ঝমঝমিয়ে

বাঁশের মাথার ওপর
বাঁশের বনে ঘাপটি মেরে

ভাই বোন দুটি বিভোর
ভাই এর মাথায় ঝাঁকড়া চুল

চোখ দুটো টানা টানা
চোখের মণি বোন সে আগলে

পাখির একটি ছানা
পাখিরা সব চুপচাপ

সন্ধ্যা নামে ঝুপঝাপ
সন্ধ্যা বাতি তুলসী তলায়

মা ডেকেছে ঘরে ফিরে আয়
মা যে তাদের গাঁয়ের বধু

কৃষ্ণগঞ্জ গ্রামের শুধু
কৃষ্ণগঞ্জ গ্রাম টির নাম........

No comments:

Post a Comment

Cheers 🥂

Its not the actual drinking but the romance surrounding it that puts me on a high regarding alcohol. Most of the aura of alcohol drinking ha...