কৃষ্ণগঞ্জ গ্রাম টির নাম
চূর্ণী নদীর পাড়ে
চূর্ণী নদীর জল টলমল
বৃষ্টি যখন নামে
বৃষ্টি এল ঝমঝমিয়ে
বাঁশের মাথার ওপর
বাঁশের বনে ঘাপটি মেরে
ভাই বোন দুটি বিভোর
ভাই এর মাথায় ঝাঁকড়া চুল
চোখ দুটো টানা টানা
চোখের মণি বোন সে আগলে
পাখির একটি ছানা
পাখিরা সব চুপচাপ
সন্ধ্যা নামে ঝুপঝাপ
সন্ধ্যা বাতি তুলসী তলায়
মা ডেকেছে ঘরে ফিরে আয়
মা যে তাদের গাঁয়ের বধু
কৃষ্ণগঞ্জ গ্রামের শুধু
কৃষ্ণগঞ্জ গ্রাম টির নাম........
No comments:
Post a Comment