টাট্টু মহারাজ
যখন আমি ছোট্ট ছিলাম
বয়স সবে পাঁচ
আমার ছিল কাঠের ঘোড়া
টাট্টু মহারাজ
রং ছিল তার সবুজ হলুদ
কান দুটি তার লাল
কালো রঙের ডোরাকাটা
ছিল পীঠের ছাল
সকাল হতেই টাট্টু চেপে
দিতুম আমি দৌড়
আকাশ বাতাস মুখে মেখে
ছাড়াই গলির মোড়
দুধের গেলাস হাতে নিয়ে
সকাল হতে সাঁঝ
মা ছুটতো পেছন পেছন
ছেড়ে দিয়ে কাজ
ভাত খাব না চানে যাব না
চলত আমার বায়না
টাট্টু সাথে খেলব খেলা
কোনো দেরি যে সয়না
হঠাৎ করে বাদলা দিনে
মনে পড়ছে আজ
কোথায় আছে কেমন আছে
আমার টাট্টু মহারাজ
No comments:
Post a Comment