Sunday, 18 March 2018

bengali poem

টাট্টু মহারাজ

যখন আমি ছোট্ট ছিলাম
                   বয়স সবে পাঁচ
আমার ছিল কাঠের ঘোড়া
                         টাট্টু মহারাজ

রং ছিল তার সবুজ হলুদ
           কান দুটি তার লাল
কালো রঙের ডোরাকাটা
               ছিল পীঠের ছাল

সকাল হতেই টাট্টু চেপে
            দিতুম আমি দৌড়
আকাশ বাতাস মুখে মেখে
          ছাড়াই গলির মোড়

দুধের গেলাস হাতে নিয়ে
            সকাল হতে সাঁঝ
মা ছুটতো পেছন পেছন
         ছেড়ে দিয়ে কাজ

ভাত খাব না চানে যাব না
         চলত আমার বায়না
টাট্টু সাথে খেলব খেলা
         কোনো দেরি যে সয়না

হঠাৎ করে বাদলা দিনে
          মনে পড়ছে আজ
কোথায় আছে কেমন আছে
    আমার টাট্টু মহারাজ

No comments:

Post a Comment

Cheers 🥂

Its not the actual drinking but the romance surrounding it that puts me on a high regarding alcohol. Most of the aura of alcohol drinking ha...